শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বাংলাদেশ ও ব্রাজিলের লড়াই আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

 আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ। সোমবার বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচ। ১১ ডিসেম্বর আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ।  

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের শত্রুতা সবখানে। ঢাকায় এসেও আর্জেন্টিনা-ব্রাজিলের খেলোয়াড়রা যেন বন্ধু হতে পারছেন না। ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে দুটি ক্লাব ঢাকায় এসেছে। এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবলে অংশগ্রহণ করবে।

এই প্রীতি টুর্নামেন্ট নিয়ে গতকাল আয়োজকরা সংবাদ সম্মেলন করেন। সেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলাররা একসঙ্গে বসেননি। কেউ কারো সঙ্গে কথাও বলেননি। মুখ দেখাদেখিও নেই। ব্রাজিলিয়ানরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আর্জেন্টাইনরাও নিজেদের নিয়ে ব্যস্ত। ব্রাজিলিয়ানরা বলছেন, মেসি গুড, নেইমার ভেরি গুড।’

কিন্তু মেসি বিশ্বকাপ জিতেছে। নেইমার সেটা পারেনি-কথাটা বলতেই তিন-চার জন ব্রাজিলিয়ান ফুটবলার খেপে গিয়ে বললেন, ‘আগামী বিশ্বকাপ জিতবে নেইমার। মেসি পাত্তাই পাবে না। তোমরা খুঁজেও পারে না মেসিকে।’ পাশ থেকে আরেকজন বলছিলেন দেখ দেখ নেইমার আজ সকালে (গতকাল) ৩ গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন। নেইমার আবার ফিরছেন মেসি পাত্তা পাবেন না।’

সংবাদ সম্মেলনের অন্য প্রান্তে আর্জেন্টিনার ক্লাব ফুটবলাররা। তাদের চোখে মেসি-ম্যারাডোনার উপরে কেউ নেই। পালটা প্রশ্ন করেন পেলে কিছু করতে পেরেছিল। কবে কখন বিশ্বকাপ জিতেছিল, তখনকার বিশ্বকাপ আর ৮৬ বিশ্বকাপের মধ্যে অনেক ফারাক। ৮৬ বিশ্বকাপ, ২০২২ বিশ্বকাপ পৃথিবী দেখেছে।’ নেইমারের কথা তুলতে আর্জেন্টাইনরা বললেন, ‘নেইমার অপকর্ম নিয়ে ভালো আছে। এখন দেখুন সান্তোসে খেলছে। আমাদের মেসি খেলছে ইন্টার মায়ামিতে।’

ব্রাজিলের সাও বার্নাদো এবং আর্জেন্টিনার অ্যাথলেটিকো চালোনের ফুটবলাররা ঢাকায় এসেও শত্রু মনে করছেন। লিফটে ওঠার সময়ও তারা আলাদা উঠছেন। হায় হ্যালোও করছেন না। মাঠে নেমে মেসি-নেইমারের মতোই লড়াই করবেন। ব্রাজিল তো বলেই দিয়েছে, আমরা এখানে পিকনিক করতে আসিনি।

বাংলাদেশের পক্ষ থেকে যে দলটি ঘোষণা করা হয়েছিল সেটির কোচ ছিলেন গোলাম রাব্বানী ছোটন। তাকে বাদ দিয়ে ইমরুল হাসানকে কোচ করা হয়েছে। বাংলাদেশ খেলবে রেড গ্রিন ফিউচার স্টার। সদ্য চীনে খেলে আসা অনূর্ধ্ব-১৭ দলের ১৯ জন এবং প্রবাসী ফুটবলার ৪ জন খেলবেন। বিতশোক চাকমা একদিন আগে ঢাকায় এসেছেন। টুর্নামেন্টের শেষ ম্যাচে কাফু আসবেন, ক্যানিজিয়ার আসার কথা রয়েছে। ৮ ডিসেম্বরের ম্যাচে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন জেমস। তিন ম্যাচে ৩০ দর্শকের জন্য লটারি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর