বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

সাবেক দুই অধিনায়কের হাতেই থাকছে বিসিবির নেতৃত্ব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়কের হাতেই থাকছে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তাদের সঙ্গে থাকবেন এক অভিজ্ঞ কোচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্বে আসছেন সাবেক বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং পর্যটন খাত বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেন।  

পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবির সভাপতি বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শাখাওয়াত একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।

বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান। গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিকেল চারটা পর্যন্ত পরিচালক পদের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে সভাপতি ও সহসভাপতি পদের ভোট হয়। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন।

সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বোর্ডের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। অন্যদিকে ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। সব কিছু ঠিক থাকলে এই তিনজনই পাচ্ছেন বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদ- সভাপতি এবং দুই সহ-সভাপতি।

নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে ই-ভোট ব্যবস্থার ব্যবহার দেখা যায়। তবে ভোটদানের হার কিছুটা কম ছিল। ক্যাটাগরি–২ (ক্লাব পর্যায়): ৭৬ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৩টি (৩৪ ই-ভোট, ৯ সরাসরি)। ক্যাটাগরি–৩: ৪৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪২টি (৫ ই-ভোট, ৩৭ সরাসরি)।

রাজশাহী বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭টি (৬ ই-ভোট, ১ সরাসরি)।

রংপুর বিভাগ: ৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫টি (৩ ই-ভোট, ২ সরাসরি)। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবার প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-৩ থেকে ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, যিনি পেয়েছেন ৭ ভোট। ২০২১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন পাইলট। এবার তার প্রত্যাবর্তন হলো জয়ের মাধ্যমে।

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতরা

ক্যাটাগরি-১:

আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২:

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি–৩:

খালেদ মাসুদ পাইলট।

এনএসসি কোটা থেকে নির্বাচিত-

  • এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
  • ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত-
  • চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
  • খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
  • ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
  • বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
  • সিলেট বিভাগ- রাহাত শামস।
  • রাজশাহী- মোখলেসুর রহমান।
  • রংপুর- হাসানুজ্জামান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর