দেশব্যাপী পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪২৩ জন রয়েছে।
আজ সোমবার ( ১ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
এ সময় একটি নাইন এমএম বিদেশী পিস্তল, দু’টি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি, দু’টি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।