বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সোমবার সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

সারাদেশের শিক্ষার্থীদের সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায়  শাহবাগে আসার আহবান জানিয়ে রাজধানীর শাহবাগ ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

রোববার (২৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ  এ তথ্য জানিয়েছেন।

জাবপর বলেন, আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল।

বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে। ১০টার মধ্যে আজকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।এর আগে রাত ৮টায় বিভাগীয় অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়। 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর