ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছর ধরে দেশের ভেতরে অবস্থান নেওয়া ভারতীয় দালালরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেছেন, বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশকে ভারতের ‘সাপ্লাই কলোনী’ হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারত বাংলাদেশের অর্থনীতি শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এবং রাজনৈতিকভাবে দেশকে গোলামির শৃঙ্খলে বেঁধে রেখেছিল। শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট হতে ভারতই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। ছাত্রজনতা ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম নেবে না।
সমাবেশে অংশ নিয়ে তিনি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।