বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চিনি ছাড়া লিকার চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৮:২১ অপরাহ্ন

সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই চা বা কফি খেয়ে থাকি। তবে এ চা বা কালো কফি শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর? সকালে দুধ চা খেতে চিকিৎসকরা নিষেধ করেন। তবে এখন প্রশ্ন ওঠতে পারে, লিকার চা ভালো নাকি কালো কফি? কোনটির উপকার বেশি? কারা কোনটি খাবেন?

কালো কফি-

‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমোলজির’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কালো কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। আরও থাকে, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। যারা দ্রুত ওজন কমাতে চান, তারা সকালে কালো কফি খেয়ে থাকে। কার্ডিয়ো বা শরীরচর্চার আগে কালো কফি খেতে পারেন। তবে যারা সারাদিন বসে কাজ করেন, তারা কালো কফি পরিমাণ মতো খাবেন। অতিরিক্ত কালো কফি গ্রহণ করলে অতিরিক্ত ক্যাফিনের কারণে হজমশক্তিতে সমস্যা হতে পারে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা যাদের আছে তাদের কালো কফি না খাওয়াই ভালো। তবে বিকেলে কফি খাওয়া থেকে বিরত থাকবেন। এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতি পারে। একই সঙ্গে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন, কোলেস্টেরল বেশি তারাও কালো কফি এড়িয়েই চলবেন। সারাদিনে এক কাপ কফি স্বাভাবিক ভাবে খাওয়া যেতে পারে।

চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

 লিকার চা-

সকালের জন্য আদর্শ পানীয় হলো চিনি ছাড়া লিকার চা। লিকার চা ক্যানসারের ঝুঁকি কমায়। চিনি ছাড়া কালো চা নিয়মিত খেলে ফুসফুস, স্তন, প্যানক্রিয়াসে টিউমারের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত কালো চা খেলে রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। যারা কায়িক পরিশ্রম কম করেন, তারা কফির বদলে লিকার চা খেতে পারেন। লিকার চায়ে আদা, দারচিনি, গোলমরিচ ও মধু মিশিয়ে খেলে সর্দি-কাশির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। একই সঙ্গে সকালে লিকার চা খেলে সারাদিন শরীর তরতাজা থাকে।

চা নাকি কালো কফি, কোনটি বেশি স্বাস্থ্যকর?

তবে লিকার চা-ও খেতে হবে পরিমিত পরিমাণেই। দিনে প্রায় ৬ থেকে ১২ কাপ চা খাচ্ছেন মানে রোজ ৪০০-৫০০ মিলিগ্রাম ক্যাফিন প্রবেশ করছে শরীরে। এর ফলাফল হতে পারে উল্টো। সারাদিনে ২ থেকে ৩ কাপ লিকার চা খেতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর