বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা এনআইডি জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি, ইসির দুই কর্মচারী গ্রেপ্তার ক্রিকেটারদের নিয়ে অশালীন মন্তব্য, বিসিবি পরিচালক নাজমুলকে অব্যাহতি আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে নাখাল রাজধানীবাসী ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাতে ইসিতে সালাহউদ্দিন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন খলিলুর-তৈয়্যব-ইসি সচিব আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকাল স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সব ধরনের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফক্স নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে, যা পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে।

এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন ও ব্রাজিলসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার বহু দেশ রয়েছে।

পাবলিক চার্জ’ আইনে কঠোরতা

স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের নির্দেশ দিয়েছে, তারা ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় ভিসা আবেদন বাতিল করতে পারবেন। নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে যাচাই করব কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন আশঙ্কা থাকবে, তাদের ভিসা দেওয়া হবে না।

বাংলাদেশিদের ওপর প্রভাব

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা ও ব্যাবসায়িক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রতিবছর বহু মানুষ উচ্চশিক্ষা, চিকিৎসা এবং বাণিজ্যিক কাজে যুক্তরাষ্ট্রে যান। নতুন স্থগিতাদেশের ফলে এসব কার্যক্রম আপাতত ব্যাহত হবে এবং আবেদনকারীদের আরও কঠোর যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে।

আগেও বাতিল হয়েছিল ভিসা

২০১৯ সালে ট্রাম্প প্রশাসন ‘পাবলিক চার্জ’ নীতিকে ব্যাপকভাবে সম্প্রসারণ করে। পরে বাইডেন প্রশাসন এর কিছু অংশ বাতিল করলেও ২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলার কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ক্ষমতা বহাল রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল।

নতুন এই স্থগিতাদেশে কেবল সীমিত ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, যেখানে আবেদনকারী পুরোপুরিভাবে ‘পাবলিক চার্জ’ শর্ত পূরণ করতে পারবেন।

যেসব দেশ অন্তর্ভুক্ত

স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভূটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর