বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে মোটরসাইকেল যোগে এসে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না জানান, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়া মহল্লার মধ্যে মারামারি চলছে। গতকাল থানায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল। আমার বাসা একদম দুই এলাকার সীমানায়। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি। থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর