ছোটপর্দার এই সময়ের ব্যস্ত অভিনেতা পার্থ শেখ বিয়ে করেছেন। পাত্রী সামিহা রহমান। দীর্ঘদিন ধরে তারা দুজনে প্রেমের সম্পর্কে ছিলেন।
সামাজিকমাধ্যমে পার্থ-সামিহা নানা সময়ে একসঙ্গে ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।
জানা গেছে, রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।
নির্মাণ দিয়ে শুরুটা হলেও মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে পার্থ বেশি পরিচিতি পেয়েছেন।
নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজ কারাগারেও দেখা গেছে।