মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় পিছিয়ে ১ জানুয়ারি নির্ধারণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেম চালুর সময় ১৬ ডিসেম্বরের পরিবর্তে পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি।  

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি।

এতে বলা হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই ও অন্যান্য তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার শেষ সময় ছিলো আজ। কিন্তু অনেকেই তা দাখিল করেনি। তাই হ্যান্ডসেট সচল রাখার স্বার্থে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার -এনইআইআর চালুর মেয়াদ পেছানো হলো।

এ সময়ের মধ্যে ব্যবসায়ীরা হ্যান্ডসেটের তথ্য জমা দিতে পারবেন। এজন্য নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফাইল ফরম্যাট ও ই-মেইল ব্যবহার করতে হবে।

অপরদিকে, আগামী ৩১ ডিসেম্বর এনইআইআর চালুর আগে, গ্রাহকের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই পরবর্তীতে বন্ধ হবে না বলে জানিয়েছে বিটিআরসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর