মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবিতে বিজয় দিবসে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: মুফতি আমির হামজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার উন্নতি কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ৫৫তম বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড বার্সেলোনা ক্লাব কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্রাউন প্রিন্স সালমানের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ-৫ বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। তবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ  ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড, রিফার্বিশড ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনগণকে সুরক্ষা দিতে এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চের মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন বা কোন কোন মডেলের ফোন আমদানি করা যাবে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপযুক্ত কর্তৃপক্ষকে জানাবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে জানাতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এ বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

শেষে বলা হয়, এই সিদ্ধান্তের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগামী ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা দৃঢ় সমর্থন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর