শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক সময়ে রাখাইন রাজ্যের সিত্তে টাউনশীপ ও চেনাখালী এলাকার পশ্চিম সাগর থেকে ট্রলার দুটিসহ জেলেদের আটক করা হয়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আরাকান আর্মি বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে বলে জেলেদের মাধ্যমে খবর পেয়েছি। এর মধ্যে পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আরমানের মালিকানাধীন ট্রলারটি আমাদের ঘাটের।

আরেকটি ট্রলারের মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।মায়ানমারের রাখাইনভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল আরাকান নেটওয়ার্কে দাবি করা হয়েছে, আরাকান আর্মির টহল দল সাগরে টহল দেওয়ার সময় ১৩ জন জেলেসহ বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে। ট্রলার দুটি মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করেছিল।

আটক জেলেদের আরাকান আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

ওয়েবসাইটটিতে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গত জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ১৮৮ জন জেলে ও ৩০টি ট্রলার ফেরত দিয়েছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিক সম্পর্কের ঘাটতির কারণে পরবর্তীতে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ কায়ুকখালী ঘাটের জেলে আব্দুর রহিম জানান, আমরা ২০-৩০ বছর ধরে যেখানে মাছ ধরে আসছি সেখান থেকে আরাকান আর্মি আমাদের ট্রলারগুলো আটক করছে।

পরে তারা মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে। -কালের কণ্ঠ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর