টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আরাকান আর্মি বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে বলে জেলেদের মাধ্যমে খবর পেয়েছি। এর মধ্যে পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আরমানের মালিকানাধীন ট্রলারটি আমাদের ঘাটের।
আটক জেলেদের আরাকান আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইটটিতে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গত জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ১৮৮ জন জেলে ও ৩০টি ট্রলার ফেরত দিয়েছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিক সম্পর্কের ঘাটতির কারণে পরবর্তীতে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ কায়ুকখালী ঘাটের জেলে আব্দুর রহিম জানান, আমরা ২০-৩০ বছর ধরে যেখানে মাছ ধরে আসছি সেখান থেকে আরাকান আর্মি আমাদের ট্রলারগুলো আটক করছে।
পরে তারা মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে। -কালের কণ্ঠ