শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

আবু ত্বহার সঙ্গে তালাক সম্পন্নের পর যে বার্তা দিলেন সাবিকুন নাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে চলা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে চলমান চর্চার অবসান হয়েছে।। ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা আদনান সাবিকুন নাহারকে তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) উভয় পক্ষই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ার কথা জানিয়েছেন।

এরপর সাবিকুন নাহার একটি ফেসবুক পোস্টে পূর্বে প্রকাশিত সব ভিডিও ও অডিও ক্লিপ মুছে ফেলার আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক বিষয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে সমাধান হয়েছে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দীর্ঘ লড়াই শেষে এটি সম্ভব হয়েছে।’

সাবিকুন নাহার আরও বলেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় বা অনিচ্ছায়, উদ্বেগ ও আবেগে আমার থেকে যদি কোনো ভুল বা গুনাহ হয়ে থাকে, আমি তা প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সবাইকে অনুরোধ করছি, যেন কেউ এ নিয়ে আর আলোচনা বা সমালোচনায় না জড়ান।’

তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে, পারিবারিক বিষয়সংক্রান্ত আমার সকল ভিডিও ও অডিও ক্লিপ ডিলিট করুন। যারা পাশে ছিলেন, তাদের আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আর যারা সমালোচনা করেছেন, তাদের ক্ষমা করুন।’

স্ট্যাটাসে আবু ত্বহা লিখেছেন, ‘উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ।’

সমাধানের সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন—

১। ‘মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু ত্বহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।’

২। ‘বিয়ের সম্পূর্ণ মোহরআনা পূর্বেই পরিশোধ করা ছিল। এ বিষয়ে কোনোরকম আলোচনা ও দেনা-পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ।’

৩। ‘তিনি (সাবিকুন নাহার) মিরপুর ঢাকাস্থ Taw Haa Zin Nurain Islamic Center এর উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি এবং অন্যান্য কিছু খাতে (তার ভাষ্যমতে) আরো প্রায় তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু ত্বহা আদনান সাহেবের কাছে দাবি করেন।’

‘ওলামায়ে মাজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এই অর্থ তার শারঈ হক্ব তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। উস্তাদ আবু ত্বহা আদনান ও তার প্রতিষ্ঠানের সঙ্গে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না।’

৪। ‘বাচ্চাদের বিষয়ে মুরব্বিদের মাজলিসে শরিয়াহ সম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে, উভয় পক্ষই মাজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন। বিষয়টি ওয়ালামের মাজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর