শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) এ ঢাকা বিভাগ থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তারা। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচনের জন্য ৩টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুল ও ফাহিম।

এদিকে খুলনা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেনও জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এসব বিভাগ থেকে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনের প্রয়োজন পড়বে না।

আসন্ন নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। সেখান থেকে সবমিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে ৫১টি। ক্যাটাগরি ওয়ান থেকে ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন।

যাচাই-বাছাই শেষে ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ। আগামীকাল ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্খিত বিসিবি নির্বাচনে। -চ্যানেল ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর