বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

কাঁঠাল খাওয়া যাদের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন

গ্রীষ্মকালীন লোভনীয় ফল কাঁঠাল। এই মৌসুমে প্রায় সবাই কাঁঠাল খেতে পছন্দ করেন। এতে পানি ও ফাইবারের পরিমাণ অনেক বেশি। কাঁঠালের প্রতিটি অংশেই রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কাঁঠালের কোয়া, কাঁঠালের কাণ্ড কিংবা কাঁঠালের বীজ—সবই খাওয়া যায়। কাঁঠালের ভেতরে থাকা নানা পুষ্টিগুণ আমাদের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করে। 

তবে বিশেষ করে কাঁঠাল খাওয়া পুরুষদের জন্য অনেক উপকারী। এই ফল পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে এবং উর্বরতা বৃদ্ধি করে। তা ছাড়া ত্বক ও চুলের সমস্যায় ভোগা পুরুষদের জন্য কাঁঠাল খাওয়া বেশ উপকারী। এ ছাড়া কাঁঠাল রাতকানা রোগীদেরও বিভিন্নভাবে সাহায্য করে। পাশাপাশি, এটি রক্তাল্পতার সমস্যাও নিয়ন্ত্রণে রাখে।

ভিটামিনে ভরপুর এই কাঁঠালের উপকারিতা প্রায় সবাই জানেন। তবে এত উপকারিতা সত্ত্বেও অনেকের স্বাস্থ্যের জন্য কাঁঠাল বিপজ্জনক হতে পারে। তাদের অবশ্যই কাঁঠাল থেকে দূরে থাকতে হবে

 কাঁঠাল থেকে দূরে থাকবেন যারা

* হজমের সমস্যায় ভুক্তভোগীদের কাঁঠাল খাওয়া থেকে দূরে থাকা উচিত। একইভাবে, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্যও কাঁঠাল খাওয়া ক্ষতিকর হতে পারে। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

* এই কারণেই ডায়াবেটিক রোগীদের বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া একেবারেই ঠিক নয়। গর্ভবতী নারীদেরও কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যাদের গর্ভাবস্থায় রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, তাদের কাঁঠাল এড়িয়ে চলাই ভালো।

* গর্ভবতী নারীরাও কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যেহেতু কাঁঠাল রক্ত জমাট বাঁধার গতি বাড়িয়ে দেয়, তাই যাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো।

* যারা পেটে ব্যথা, যক্ষ্মা, হজমের সমস্যা কিংবা ওভেরিয়ান সিস্টে ভুগছেন, তাদেরও কাঁঠাল এড়িয়ে চলা উচিত। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন কিংবা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদেরও এই ফল না খাওয়াই ভালো।

পুষ্টিবিদদের মতে, যাদের হজমের সমস্যা রয়েছে বা ডায়াবেটিসের মতো রোগ আছে, তাদের জন্য কাঁঠাল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষত, গর্ভবতী নারীদের কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। সূত্র : নিউজ ১৮


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর