শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসচাপায় অটোরিকশায় থাকা দুই নারী, এক শিশু ও এক পুরুষ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময়  আহত হয়েছে আরও ৬ যাত্রী ।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাস্তার ওপারে তারা জমিতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এরপর দৌড়ে সড়কের ওপারে গিয়ে দেখি একটি বাসের সামনে দিয়ে অটোরিকশা ভেতরে ঢুকে গেছে। এতে দুই শিশু ও কয়েকজন যাত্রীর নিথর দেহ পড়ে আছে। আহত কয়েকজন রাস্তা থেকে ছিটকে রক্তাক্ত ও জখম অবস্থায় পড়ে কাতরাচ্ছে। এরপর আমরা ক’জন তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর