এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্যকোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
শুরুর একাদশে সবশেষ ম্যাচে শমিত সোম, জায়ান আহমেদ না থাকলেও হংকং চায়না ম্যাচে তাদের রেখেছেন কোচ। তবে জামাল ও ফাহমিদুল নেই শুরুর একাদশে।
বাংলাদেশের একাদশ- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল আহাদ, তারেক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, শমিত সোম, সোহেল রানা (সিনিয়র) ও রাকিব হোসেন।