সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। জবাবে সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে ১ বল বাকি রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ১৬৮/৭, ২০ ওভার (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪, মুস্তাফিজ ৩/২০)।
বাংলাদেশ: ১৬৯/৬, ১৯.৫ ওভার (সাইফ ৬১, হৃদয় ৫৮, শানাকা ২/২১)।