বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

ভয়াবহ পানি সংকটে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

মঙ্গলবার (১২ আগস্ট) পরিবেশ সংস্থা (ইএ) জানিয়েছে, ১৯৭৬ সালের পর চলতি বছরের প্রথম ছয় মাস ছিল ইংল্যান্ডের জন্য সবচেয়ে শুষ্ক অবস্থা বিরাজ করছে। ফলে, দেশটির পানি সংকটকে ‘জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এএফপি এ সংবাদ জানায়।

ইএ জানিয়েছে, ইংল্যান্ডের ১৪টি পরিচালন অঞ্চলের মধ্যে পাঁচটিতে খরা পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া  আরও ছয়টি অঞ্চল দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ার কারণে পানি সরবরাহ হ্রাস ও ফসলের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইএ’র পানি বিষয়ক পরিচালক হেলেন ওয়েকহ্যাম বলেন, সরকার ইতোমধ্যে কৃষি প্রতিনিধিরা ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়ে গঠিত ন্যাশনাল ড্রট গ্রুপ পরিস্থিতি মোকাবিলায় বৈঠক করেছে। কারণ, ইংল্যান্ডের কিছু অংশ এই গ্রীষ্মে চতুর্থবারের মতো তাপপ্রবাহের মুখোমুখি হতে চলেছে। আমরা সবাইকে তাদের ভূমিকা রাখতে ও আমাদের পানি পরিবেশের ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছি।

ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের সহ-সভাপতি র‌্যাচেল হ্যালোস বলেন, কৃষকরা ‘অত্যন্ত শুষ্ক পরিস্থিতি’র মুখোমুখি হওয়ায় ‘আগামী মাসগুলো নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ’ রয়েছে।

কিছু খামারে ফলনের উল্লেখযোগ্য হ্রাস দেখা যাচ্ছে। যা আর্থিকভাবে বিধ্বংসী এবং যুক্তরাজ্যের সামগ্রিক ফসল উৎপাদনেও প্রভাব ফেলতে পারে।

ইএ’র তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের জলাধারগুলো গড়ে ৬৭.৭ শতাংশ পূর্ণ ছিল, যেখানে স্বাভাবিক গড় ৮০.৫ শতাংশ। এছাড়া ৪৯ শতাংশ নদীর প্রবাহ স্বাভাবিকের নিচে নেমে গেছে। উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে হোসপাইপ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মেট অফিস জানিয়েছে, ২০২৫ সালের বসন্ত ছিল ইংল্যান্ডের গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক।

পানি বিষয়ক মন্ত্রী এমা হার্ডি বলেছেন, “আগামী দশকে আমরা ক্রমবর্ধমান পানি সংকটের মুখোমুখি হব। তিনি জানান, সরকার পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন জলাধার নির্মাণের পরিকল্পনা করছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন বন্যা, তাপপ্রবাহ ও খরার মতো চরম আবহাওয়ার ঘটনাকে আরও তীব্র ও ঘন ঘন করে তুলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর