আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। এ সময় সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে ভোরের দিকে সড়ক ও নৌপথে চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।