শহুরে দৈনন্দিন ব্যস্ত জীবনে সময় বাঁচাতে একসঙ্গে অনেকটা ভাত রান্না করে ফ্রিজে রেখে দেওয়ার প্রবণতা ক্রমশই বাড়ছে। অনেকেই ভাবেন, ফ্রিজ থেকে বের করে গরম করলেই খাবার নিরাপদ হয়ে যায়। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়।
কারণ বারবার গরম করা ভাতের মধ্যে জন্ম নিতে পারে ব্যাসিলাস সেরেয়াস নামের এক ধরনের ব্যাকটেরিয়া, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন এবং এর সংক্রমণেই হয় “ফ্রায়েড রাইস সিনড্রোম”।
রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ না করলে বা দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। পুনরায় গরম করার সময়ও এরা সক্রিয় থেকে যায় এবং খাবারের মধ্যে টক্সিন ছড়িয়ে দেয়।
এই টক্সিন শরীরে প্রবেশ করলে কয়েক ঘণ্টার মধ্যে একাধিকবার বমি, পাতলা পায়খানা, পেটের ব্যথা এবং ডিহাইড্রেশন দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শরীর দুর্বল হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে।
কী করবেন
পুষ্টিবিদদের পরামর্শ, সময় ও গ্যাস বাঁচানোর জন্য এই ধরনের অভ্যাস স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে। তাই রান্না করে ফেলে না রেখে সময়ের খাবার সময়ে খাওয়াই উত্তম।