‘‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এর জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এই রিমান্ডের আদেশ দেন।
মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পরিচিতমুখ।অনলাইনে তার অনুসারী দেড় কোটির বেশি। চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার সেন্টার চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খুলে মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা, ওয়ারিশবিহিন ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধিদের নিয়ে চিকিৎসা ও সেবা প্রদানের নামে সঠিক দায়িত্ব পালন না করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জালজালিয়াতির মাধ্যমে ৫০টি মৃতের সার্টিফিকেট দিয়েছেন। এতে আসামির অন্য কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা, মৃত্যুর সঠিক কারণ, তার তথ্য উপাত্ত উদঘাটন, ধৃত আসামি নিজে ডাক্তার না হয়ে, আদৌ তার ডাক্তারি সনদ আছে কিনা তা যাচাই, তার সহযোগী অন্যান্য আসামিদের সনাক্তসহ নাম, ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার করার জন্য, চিকিৎসা সেবার নাম করে শারীরিক ও মানসিক নির্যাতন করে কোন ভিকটিমকে হত্যা এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করেছে কিনা সেই তথ্য সংগ্রহ এবং অজ্ঞাতনামা শিশুদের আইনানুগ অভিভাবকদের অজ্ঞাতে পাচার করেছে কিনা এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
বুধবার ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলায় মিল্টনের সহযোগী কিশোর বালাকেও আসামি করা হয়।