রাজধানীর গুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শুক্রবার মধ্যরাতে শুলশান-২ এ ফাইন্যান্স স্কয়ার ভবনের এক্সিম ব্যাংকে এক দল লোক ডাকাতির চেষ্টা করে। পরে স্থানীয়রা জড়ো হয়ে পুরো ভবনটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তারা থানায় আছেন। একটি মামলা প্রক্রিয়াধীন।’
ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির কথা স্বীকার করেছে। মামলার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’