বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গত আগস্ট থেকেই মার্কিন নজরদারিতে ছিলেন মাদুরো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

ভেনেজুয়েলায় চালানো সামরিক হামলার ২০২৫ সালের আগস্ট মাস থেকে মার্কিন নিবিড় নজরদারিতে ছিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন।

তিনি বলেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রায় পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। গত আগস্ট থেকেই মাদুরোর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তার চলাফেরা, অবস্থান, কোথায় যান, কী খান, কী ধরনের পোশাক পরেন—এমনকি তার পোষা প্রাণী সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল।

এই নজরদারির ভিত্তিতেই ‘অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ’ নামে অভিযান চালানো হয়। অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়।

জেনারেল ড্যান কেইন জানান, এই অভিযানের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া চালানো হয়েছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মাত্র চার দিন আগে তিনি সামরিক বাহিনীকে অভিযানের অনুমতি দেন।

উল্লেখ্য, ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় থেকেই মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তিনি ভেনেজুয়েলার প্রতি আরও কঠোর অবস্থান নেন।

সূত্র: সিএনএন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর