ভেনেজুয়েলায় চালানো সামরিক হামলার ২০২৫ সালের আগস্ট মাস থেকে মার্কিন নিবিড় নজরদারিতে ছিলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন।
তিনি বলেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রায় পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। গত আগস্ট থেকেই মাদুরোর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তার চলাফেরা, অবস্থান, কোথায় যান, কী খান, কী ধরনের পোশাক পরেন—এমনকি তার পোষা প্রাণী সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল।
এই নজরদারির ভিত্তিতেই ‘অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ’ নামে অভিযান চালানো হয়। অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় থেকেই মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে তিনি ভেনেজুয়েলার প্রতি আরও কঠোর অবস্থান নেন।
সূত্র: সিএনএন