পাবনায় কারাগারে বন্দি সংগীতশিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলার সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন তিনি।
পাবনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, প্রলয় চাকী গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হয়।
প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) ছিলেন তিনি।