ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
আজ শনিবার ( ২৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, রাজধানীর প্রধান এই বিমানবন্দরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটগুলোর মধ্যে ৩টিকে চট্টগ্রামের শাহ আমানতে, ৪টি ভারতের কলকাতায় এবং ১টিকে থাইল্যান্ডের ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, ফ্লাইট বিলম্বে বা গতিপথ পরিবর্তনের ফলে বিপাকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। নিয়ম অনুযায়ী যাত্রীদের খাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
সাময়িক এই বিভ্রাটে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।