বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিপিএলে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালী এক্সপ্রেস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালী এক্সপ্রেস ।  বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী । আগে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুঁটিয়ে যায় নোয়াখালী। তবে জবাব দিতে নেমে হাসান মাহমুদের বোলিং তোপে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি রংপুর রাইডার্স।    
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। নোয়াখালীর হয়ে ওপেনিংয়ে নামেন শাহাদাত হোসেন দিপু এবং সৌম্য সরকার। ওপেনিং জুটিতে রান এসেছে ২৫। ৮ বলে ১৪ রান করে বিদায় নেন দিপু।

তিনে নামেন হাবিবুর রহমান সোহান। এদিন বেশ ভালো ছন্দে ছিলেন সোহান। দারুণ ব্যাটিংয়ে তুলেছেন রান। হাঁকিয়েছেন বেশ কিছু বাউন্ডারি। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন সুদে আসলে। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তোলে নোয়াখালী।

পাওয়ারপ্লে শেষেই থেমেছেন সোহান। ১৬ বলে ৩০ রান করে দলের ৬৮ রানের মাথাতে বিদায় নেন হাবিবুর রহমান সোহান। সৌম্য ক্রিজে টিকে ছিলেন। যদিও সেভাবে সাবলীল ছিলেন না। ২৭ বলে ৩১ রান করে দলীয় ৮৪ রানের মাথাতে বিদায় নেন সৌম্য সরকার।

শেষ দিকে দলের হাল ধরেন জাকের আলী অনিক। যদিও তেমন আগ্রাসী ব্যাটিং করতে পারেননি তিনি। রয়েসয়ে খেলে ৩৭ বলে ৩৮ রান করেছেন তিনি। শুরুটা দারুণ হলেও শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নোয়াখালী। রানের গতিও কমে যায় অনেকটা। দেড়শ পার করা নিয়েও ছিল শঙ্কা।শেষমেশ দেড়শ রানের আগেই থেমেছে নোয়াখালী। ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে নোয়াখালী। ইনিংসের শেষ ৩ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান এবং বিলাল সামিকে ফিরিয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান। ২ উইকেট নেন খুশদিল শাহ। ১টি করে উইকেট তুলেছেন সুফিয়ান মুকিম এবং নাহিদ রানা।

জবাব দিতে নেমে রংপুরের দুই ওপেনার ডেভিড মালান এবং লিটন দাস সুবিধা করতে পারেননি। ওপেনিং জুটি থেকে এসেছে ২১ রান। ১৩ বলে ১৫ রান করেছেন লিটন। মালান ফিরে যান পরের ওভারে। ১০ বলে ৭ রানের ইনিংস খেলে দলের ২৩ রানের মাথাতে বিদায় নেন মালান।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন তাওহিদ হৃদয় এবং ইফতিখার আহমেদ। রয়েসয়ে এগিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৩৯ রান তোলে রংপুর রাইডার্স।পাওয়ারপ্লে শেষেও এগিয়েছে হৃদয়-ইফতিখারের জুটি। পরিস্থিতির দাবি মিটিয়ে দেখেশুনে এগিয়েছেন দুজন। বেশি ঝুঁকি নেননি। কার্যকরী ব্যাটিংয়ে বোর্ডে তুলেছেন রান।

ইফতিখার ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের ৮৬ রানের মাথাতে থামেন। পাঁচে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ এদিন সুবিধা করতে পারেননি। ৮ বলে ৯ রান করে বিদায় নেন রিয়াদ।

হৃদয় এক প্রান্ত ধরে খেলে গেছেন। তবে রিয়াদের আউটের পরের ওভারে থেমেছেন হৃদয়ও। ২৮ বলে ২৯ রান করে দলীয় ১০৭ রানের মাথাতে থেমে যান তাওহিদ হৃদয়।

শেষ দিকে দলের হাল ধরেন খুশদিল শাহ। অধিনায়ক নুরুল হাসান সোহান ৬ বলে করেছেন ৪ রান। খুশদিলের সাথে যোগ দেন হ্যাটট্রিক করা মৃত্যুঞ্জয় চৌধুরী। আগ্রাসী ব্যাটিংয়ে দলের জয়ের আশা টিকিয়ে রাখেন খুশদিল।শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। রংপুরের হাতে ছিল ৪ উইকেট। স্ট্রাইকে ছিলেন ক্রাইসিস ম্যান খুশদিল। বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। প্রথম বলেই আউট হয়েছেন খুশদিল। পরের বলে ১ রান নেন নতুন ব্যাটার সুফিয়ান মুকীম। পরের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর