বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ।

মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পর তিনি গ্রেফতার হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ২০ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

সাংবাদিক হত্যার ঘটনায় কারাবন্দি থাকা অবস্থায় মাহমুদুল আলম বাবু জামিনে মুক্ত হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তার রিটের প্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন।

হাইকোর্টের আদেশের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের ছয় মাসের স্থগিতাদেশ ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ায়, মাহমুদুল আলম বাবুর মেয়াদ শেষ হবে আগামী ১৮ আগস্ট। ফলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

২০২৩ সালের ১৪ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরে সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম–এর জামালপুর জেলা প্রতিনিধি। ঘটনার তিন দিন পর নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মোট ২২ জনকে অভিযুক্ত করা হয়। ঘটনার দিনই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান বলেন, বাবু চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন বলে একটি চিঠি পেয়েছি। তিনি উচ্চ আদালতে রিট করার পরেই এই পদক্ষেপ এসেছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার) এ.কে.এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বলেন, হাইকোর্ট ৬ মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করেছে। সে অনুসারে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। সেই অনুযায়ী তাকে পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর