বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রায় সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে বাবরের নিজ জেলা নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন হয়।
খেলাফত আন্দোলনের সহকারি কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম, হেফাজত ইসলামের সদস্য সচিব মাজাহারুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীকে বক্তব্য প্রত্যাহার করার দাবী জানান।