বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নির্বাচন কমিশনে প্রথম দিনে আপিল জমা পড়ল ৪২টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা দিতে শুরু করেছেন। 

আজ সোমবার ( ৫ ডিসেম্বর) প্রথম দিনে আপিল জমা পড়েছে ৪২টি। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীরা।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭২৩ জন প্রার্থী। আর সবমিলিয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২ জন।

আরও জানা গেছে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থীরা। আর আগামী ১০-১৮ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের আপিল আবেদনের বিষয়ে ইসিতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা কমিশনে আপিল আবেদন শুরু করেন। সোমবার আপিল জমা দেওয়ার প্রথম দিনে সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন তারা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর