চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আরও ৬৮২ জন। এই সময়ে নৌ-দুর্ঘটনায় ২১ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
আজ শনিবার (০৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত ৪১৭ জনের মধ্যে ৬৩ জন নারী এবং ৪৭ জন শিশু রয়েছে। দুর্ঘটনার শিকার হওয়াদের মধ্যে দুটি অংশ বিশেষভাবে উল্লেখযোগ্য:
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে (১৬১টি) এবং আঞ্চলিক সড়কে (১৩৯টি)।
দুর্ঘটনার ধরনের মধ্যে:
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে চিহ্নিত করা হয়েছে।
দুর্ঘটনা পর্যালোচনা করে রোড সেফটি ফাউন্ডেশন সুপারিশ করেছে যে, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে এবং চালকদের জন্য মোটিভেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পথচারীদের অসচেতনতা কমাতে সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জীবনমুখী সচেতনতামূলক প্রচারণার চালানোর ওপরও জোর দেওয়া হয়েছে।