বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহ বেআইনি: নজরুল ইসলাম খান দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনাবাহিনী প্রধান ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার নাগরিকদের ইরান ছাড়তে বললো ভারত আরব আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৫ম দিনের আপিল শুনানি চলছে গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন নিউরোসায়েন্সে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে ঢাকার সায়েন্সল্যাব অবরোধ চাঁদাবাজির অভিযোগে বৈছাআর সাবেক নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদাবাজির অভিযোগে বৈছাআর সাবেক নেতাসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ২:০৬ অপরাহ্ন

হবিগঞ্জ শহরে এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী ও টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে এনামুল হক সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ঘটনাস্থলে অভিযান চালায় এবং সাকিবসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. এনামুল হক সাকিব (২৪): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে।

২. শিহাব আহমেদ (২০): উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে।

৩. মো. মোশারফ (১৯): সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৭ মে এনামুল হক সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর