বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে ৮ কারখানায় ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:০৭ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে  আট পোশাক কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এর আধ ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে এই বিক্ষোভের জের ধরে আশপাশের আটটি কারখানা ছুটি ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হলো— রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নগরের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানা শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না। গত মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আবার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে। তাই বেতনের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

এলাকাবাসী জানায়, শ্রমিক বিক্ষোভের সময়ে ভোগড়া বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে বিক্ষোভ চলাকালে ইটপাটকেল ছুড়তে থাকে। এ কারণে কারখানাগুলোতে ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সড়কে নামার আধঘণ্টার মধ্যেই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এ কারণে ৭-৮টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর