শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

সাপের কারণে বুলেট ট্রেন চলাচল বন্ধ জাপানে

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

 জাপানের অন্যতম ব্যস্ত বুলেট ট্রেন লাইন টোকাইডো শিনকানসেনের চলাচল বন্ধ হয়ে যায় বিদ্যুতের তারে পেঁচিয়ে পড়া একটি সাপের কারণে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে টোকিও-ওসাকা রুটের ট্রেন চলাচল স্থগিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে অপারেটর সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানায়, প্রায় দুই ঘণ্টা পর রাত ৭টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

জাপান এখন গোল্ডেন উইকের ছুটিতে রয়েছে। যা বছরের সবচেয়ে ব্যস্ত সময়গুলোর একটি। এই সাত দিনে চারটি জাতীয় ছুটি থাকে। ফলে ট্রেন, বিমানবন্দর ও পর্যটন স্পটগুলোতে ভিড় থাকে চূড়ান্ত পর্যায়ে। এ বছর ওসাকায় বিশ্ব এক্সপোও চলছে, যা অক্টোবর পর্যন্ত লক্ষাধিক স্থানীয় ও বিদেশি পর্যটককে আকর্ষণ করবে।

জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের তথ্য অনুযায়ী, গিফু-হাশিমা ও মাইবারা স্টেশনের মধ্যে বিদ্যুতের তারে সাপ পেঁচিয়ে পড়ায় টোকিওমুখী ট্রেন (শিন-ওসাকা থেকে নাগোয়া পর্যন্ত) এবং ওসাকামুখী ট্রেন (শিন-ওসাকা থেকে টোকিও পর্যন্ত) বন্ধ রাখা হয়।

বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলাকালে যাত্রীরা স্টেশনে কর্মকর্তাদের ঘিরে ধরেন এবং টিকিট মেশিনের সামনে লম্বা লাইন তৈরি হয় বলে জানা গেছে।

মাসে কয়েকবার শিনকানসেনে চড়েন এমন এক যাত্রী সাতোশি তাগাওয়া (৪৬) বলেন, এত বছর ধরে শিনকানসেনে চড়লেও বিদ্যুতের সমস্যায় ট্রেন বন্ধ হওয়ার ঘটনা এই প্রথম দেখলাম।

অন্যদিকে, ২৬ বছর বয়সী কাজুতোশি তাচি ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে বারবার সমস্যায় পড়তে ভালো লাগছে না। সময়মতো ট্রেন চলুক, এটাই চাই।

এটিই প্রথম নয়, যখন সাপের কারণে শিনকানসেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। গত এপ্রিলে নাগোয়া-টোকিও রুটের একটি ট্রেন থেকে ১৬ ইঞ্চি (৪০.৬ সেমি) লম্বা একটি সাপ সরানোর জন্য ট্রেন চলাচল ১৭ মিনিট বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছিল সিবিএস নিউজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর