বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ১৫ হাজার ডলার জামানত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র দফতরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশকিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ‘বি-১’ বা ‘বি-২’ ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।

আগামী ২১ জানুয়ারি থেকে নতুন এ নীতি কার্যকর হবে ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর