বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা এনআইডি জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি, ইসির দুই কর্মচারী গ্রেপ্তার ক্রিকেটারদের নিয়ে অশালীন মন্তব্য, বিসিবি পরিচালক নাজমুলকে অব্যাহতি আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে নাখাল রাজধানীবাসী ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাতে ইসিতে সালাহউদ্দিন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন খলিলুর-তৈয়্যব-ইসি সচিব আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছেন ঢাকায় ।

রাজধানী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।’

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্য উদ্ধৃত করে পোস্টে বলা হয়, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে আমি উচ্ছ্বসিত। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে প্রতিদিন নিরলসভাবে কাজ করতে আগ্রহী।’

গত বছরের সেপ্টেম্বর পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকার নতুন রাষ্ট্রদূত মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ডিসেম্বরে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করে মার্কিন সিনেট। ক্রিস্টেনসেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্যমতে, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিস কাউন্সেলের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেন। কূটনৈতিক কর্মজীবনে ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে ক্রিস্টেনসেনের।

এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ছিলেন। তার বিদায়ের পর বেশ কিছুদিন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। এই অন্তর্বর্তী সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে রুটিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর