বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভানো শুরু করেছে ফায়ার সার্ভিস। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। এখনো বনের কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় এ তথ্য জানিয়েছেন আগুন নেভাতে যাওয়া সিপিজি টিমের সদস্য মণিময় মন্ডল।
তিনি বলেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও বন বিভাগ এর সাথে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। দুপুর ১২ টার দিকে আমরবুনিয়া এলাকার গহীন বনে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রায় এক হাজার মানুষের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো বনের ভিতরে ধোঁয়া উড়ছে।
আগুনের বর্তমান পরিস্থিতি কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বনের ভেতর প্রচুর শুকনো পাতা ও কাঠ রয়েছে যার ফলে এখনো কোথাও কোথাও ধোয়া উড়তে দেখা যাচ্ছে তবে বড় ধরনের আগুনের উৎস নিয়ন্ত্রণে আনা গেছে।
বনের ভিতর নেটওয়ার্ক না থাকায় আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিস এর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।