মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ২৪ এপ্রিল দুপুরে তাদের বহনকারী টাগবোটটি কক্সবাজারের নুনিয়াছড়ায় বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছায়। পরে তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কক্সবাজারের ১২৯ জন, বান্দরবানের ৩০ জন, রাঙামাটির ৭ জন এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।
এ তালিকায় রয়েছেন টেকনাফের শাহপরীর দ্বীপের রিদুয়ানা বেগমের দুই সন্তান সাইফুল ইসলাম ও ইসহাক। দুই ছেলেকে ফেরত পেয়ে কান্নায় ভেঙে পড়েন মধ্যবয়সী এই নারী।