বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বৃহৎ কলেবরে ‘প্রতিধ্বনি’ প্রকাশিত হলো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

সাহিত্যমহলে সাড়া জাগিয়েছে ‘প্রতিধ্বনি’। বাংলা ভাষায় বর্তমানে এমন সুসম্পাদিত, মানসম্মত ও বুদ্ধিবৃত্তিক চর্চার ওয়েবজিন খুব চোখে পড়ে না। নামী লেখকদের পাশাপাশি তরুণদের লেখা যত্নের সঙ্গে প্রকাশ ও বিষয়ভিত্তিক উপস্থাপন ভিন্নতা এনে দিয়েছে প্রতিধ্বনিকে। যাত্রাটা খুব বেশিদিনের না হলেও সাহিত্যমোদীদের আগ্রহের কেন্দ্রে এ প্ল্যাটফর্ম।

শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকছে না প্রতিধ্বনি। এবার এলো মলাটে, ছাপা অক্ষরে। প্রকাশিত হলো প্রতিধ্বনির প্রথম সংখ্যা। ৪৬ ফর্মার বিপুল আয়োজনে কী নেই! শুরুতেই পঞ্চাশ দশকের অন্যতম কবি ও লেখক সৈয়দ শামসুল হকের অপ্রকাশিত সাক্ষাৎকার। বাংলা উপন্যাসের অন্যতম সংযোজন ‘আগুনপাখি’র লেখক হাসান আজিজুল হকের অপ্রকাশিত চিঠি। নিশ্চিতভাবে তা অনেক পাঠকের কাছে মুক্তো-তুল্য মূল্যের।

রয়েছে সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ ভিনদেশি চার সাক্ষাৎকার। চিলিয়ান ঔপন্যাসিক রবার্তো বোলানিও, ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান লেখক-শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও কানাডিয়ান লেখক-চিন্তাবিদ নাওমি ক্লেইনের পাশাপাশি আছে আধুনিক কবিতার মহীরুহ টি এস এলিয়টের ভিন্নধর্মী সাক্ষাৎকারের অনুবাদ। চারটি সাক্ষাৎকার অনুবাদ করেছেন যথাক্রমে পলাশ মাহমুদ, রেজাউল করিম রনি, উপল বড়ুয়া ও নেলসন।

ইতিহাসের সুলুকসন্ধান করেছেন প্রখ্যাত সাংবাদিক-সম্পাদক মতিউর রহমান। ‘গোলাম আম্বিয়া খান লুহানীর খোঁজে’ গদ্যটির ভূমিকা লেখার পাশাপাশি তার নেওয়া মার্কসবাদী চিন্তাবিদ ও অধ্যাপক শোভনলাল গুপ্ত দত্তের সঙ্গে কথোপকথনও মুদ্রিত হয়েছে প্রতিধ্বনির এ সংখ্যায়। আরেক প্রখ্যাত সাংবাদিক-সম্পাদক নূরুল কবীর পুনর্পাঠ করেছেন ইতিহাসের। বেশ আগ্রহ জাগানিয়া গদ্যটির শিরোনাম, ‘লুঙ্গিসর্বস্ব মওলানা ও অশিক্ষিত স্নাতক: লীগ ও ন্যাপ শিবিরের রাজনৈতিক অপপ্রচার প্রসঙ্গে’। ‘অধর্মণের পক্ষে-বিপক্ষে’ নামে বিশেষ গদ্য লিখেছেন ফয়জুল লতিফ চৌধুরী।

এ সংখ্যায় সাহিত্য-ইতিহাসের সঙ্গে আছে ভাষা নিয়ে কয়েকটি গদ্য। লিখেছেন ফয়জুল ইসলাম, ওমর কায়সার, মোস্তফা সেলিম, এলিসন চাকমা ও কার্ত্তিক ঘাগ্রা। দেশের তিনটি প্রধান অঞ্চলের ভাষা—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটির অতীত-বর্তমানের বিবর্তন-পরিবর্তনের সন্ধান করা হয়েছে। দেশের দুই প্রধান আদিবাসী চাকমা ও গারোদের ভাষা ও লিপির বিকাশ-ভবিষ্যৎ নিয়ে লিখেছেন দুই আদিবাসী লেখক। রয়েছে বিখ্যাত দার্শনিক মার্টিন হাইডেগারের ভাষাবিষয়ক একটি অনূদিত গদ্য। এটি অনুবাদ করেছেন হামীম কামরুল হক।

সাহিত্য ও বোধ-বুদ্ধিচর্চার এই আকালে এমন ভারী ভারী বিষয়বস্তু পাঠকদের সামনে নিয়ে আসায় প্রতিধ্বনির এই সংখ্যাটি উল্লেখযোগ্য হয়ে থাকবে, এমন আশা করা যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর