বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে যারা এনআইডি জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি, ইসির দুই কর্মচারী গ্রেপ্তার ক্রিকেটারদের নিয়ে অশালীন মন্তব্য, বিসিবি পরিচালক নাজমুলকে অব্যাহতি আজও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে নাখাল রাজধানীবাসী ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাতে ইসিতে সালাহউদ্দিন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন খলিলুর-তৈয়্যব-ইসি সচিব আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

চাঁদাবাজির অভিযোগে বৈছাআর সাবেক নেতাসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ২:০৬ অপরাহ্ন

হবিগঞ্জ শহরে এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী ও টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে এনামুল হক সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ঘটনাস্থলে অভিযান চালায় এবং সাকিবসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. এনামুল হক সাকিব (২৪): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে।

২. শিহাব আহমেদ (২০): উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে।

৩. মো. মোশারফ (১৯): সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৭ মে এনামুল হক সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর