বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। ঘোষিত দলের ১৪ জনই আগে বিশ্বকাপ মঞ্চে খেলেছেন। কিউইদের বিশ্বকাপ দলটিতে সম্মিলিতভাবে ১০৬৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টুর্নামেন্টে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন পেসার জ্যাকব ডাফি।

৩১ বছর বয়সী ডাফিই ঘোষিত দলে একমাত্র নতুন মুখ। নিউ জিল্যান্ড দলের অধিনায়ক করা হয়েছে মিচেল স্যান্টনারকে।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ডাফি ২০২৫ সালে দারুণ সময় কাটিয়েছেন। দেশের জার্সিতে গত বছর ৩৬ ম্যাচে ৮১ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলির ৪০ বছর পুরোনো রেকর্ড (৭৯ উইকেট)।

পেস বিভাগে ডাফির সঙ্গে আছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে জিমি নিশামকে।

স্পিন বিভাগে অধিনায়ক স্যান্টনারের সঙ্গে আছেন কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ইশ সোধি। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনে কার্যকরী ভূমিকা রাখতে পারেন- মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবিন্দ্র।

ব্যাটিংয়ে রয়েছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ও টিম সেইফার্ট। উইকেটকিপার হিসেবে খেলবেন সেইফার্ট।

তবে দলের কয়েকজন খেলোয়াড় বর্তমানে চোট থেকে সেরে উঠছেন। ফিন অ্যালেন, চ্যাপম্যান, ফার্গুসন, হেনরি ও স্যান্টনাররা বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। নিউ জিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, তারা সবাই সময়মতো ফিট হয়ে উঠবেন।

এ ছাড়া ফার্গুসন ও হেনরির স্ত্রীদের সন্তান জন্মের সম্ভাব্য সময় বিশ্বকাপের সঙ্গে মিলে যাওয়ায়, প্রয়োজনে তাদের স্বল্পমেয়াদি পিতৃত্বকালীন ছুটি দেওয়া হতে পারে। পেসার কাইল জেমিসনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

বিশ্বকাপে গ্রুপ ডি-তে নিউ জিল্যান্ডের সঙ্গে রয়েছে- আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। ৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কিউইরা।

বিশ্বকাপে নিউ জিল্যান্ডের দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

ভ্রমণকারী রিজার্ভ: কাইল জেমিসন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর