বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

জকসু নির্বাচন : ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো ছাত্রদল সমর্থিত প্যানেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রের ভেতরে একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন (ভোটার নম্বর) প্রবেশ করানোকে কেন্দ্র করে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রাকিব।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে রাকিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাস ও ভোটকেন্দ্রে কোনো প্রার্থীর টোকেন বা ভোটার নম্বর প্রবেশ করানোর সুযোগ থাকার কথা নয়। সেই নির্দেশনা মেনে তাদের প্যানেলের কোনো টোকেন শুরুতে ক্যাম্পাসে প্রবেশ করায়নি। কিন্তু ভোট শুরু হওয়ার পর তারা দেখতে পান, একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধু ক্যাম্পাসেই নয়, সরাসরি ভোটকেন্দ্রের ভেতরেও প্রবেশ রয়েছে।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ও প্রোক্টোরিয়াল টিমকে জানানো হলেও প্রথমে তা অস্বীকার করা হয়। পরে প্রমাণ দেখালে তাদেরও টোকেন ভেতরে নেওয়ার অনুমতি দেওয়া হয়। সেই অনুমতির ভিত্তিতেই তাদের প্যানেলও টোকেন প্রবেশ করায়। এরপরও দেখা যাচ্ছে, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শৃঙ্খলা রক্ষাকারীরা একটি নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন নিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না।

রাকিবের অভিযোগ, এটি স্পষ্ট দ্বিচারিতা। যদি টোকেন নেওয়া নিষিদ্ধ হয়, তাহলে সবার জন্যই নিষিদ্ধ হতে হবে। আর যদি নেওয়ার সুযোগ থাকে, তাহলে সবার জন্য সমানভাবে থাকতে হবে। কারও জন্য নিয়ম থাকবে, কারও জন্য থাকবে না-এটা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। তবে এ মুহূর্তে অন্য কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের কাছে নেই বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষদিকে রাকিব বলেন, আমাদের প্যানেলের টোকেন নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষেই ওই টোকেন ভেতরে নেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর