শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহবান সরকারের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এ আহ্বান জানানো হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ভাষণে দেশবাসীকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। একইসাথে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।

শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে জাতি। যারা বিশৃঙ্খলায় লাভবান হয়, তাদের হাতে রূপান্তরকে ব্যাহত হতে দেয়া যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কার্যক্রম নয়; এগুলো পবিত্র জাতীয় অঙ্গীকার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হয়েছেন শরিফ ওসমান হাদি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে।

ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনারও নিন্দা জানানো হয় বিবৃতিতে। বলা হয়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

সংকটময় সময়ে প্রত্যেক নাগরিককে সহিংসতা, উসকানি ও ঘৃণা প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি সম্মান জানানোর আহবানও জানানো হয় সরকারের পক্ষ থেকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর