শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

শনিবার মানিক মিয়ায় ওসমান হাদির জানাজা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন

সন্ত্রাসীদের বুলেটের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন তিনি।

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে শোকাতুর মানুষের ঢল নেমেছে।

সংগঠনের পক্ষ থেকে ওসমান হাদির জানাজা ও মরদেহ দেশে আনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে:

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ নিয়ে রওনা হবে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে সর্বস্তরের জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ওসমান হাদী। রিকশাযোগে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে সরকারের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার জীবনের অবসান ঘটে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর