শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ একজন আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. নাছির নামে একজনকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে মো. নাছিরকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত আছে বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর