চট্টগ্রাম নগরীর এসআরবি এলাকায় আগুনে পুড়ে গেছে ট্রেনের পরিত্যক্ত ৪টি বগি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমণি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে বাংলাবাজার রেলওয়ের এসআরবি স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।