সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন দিলো সরকার হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর নেপালকে নাস্তানাবুদ করে সেমির পথে টাইগার যুবারা ৩৫ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত শাওন-মারিয়া-ইমতু ও সাংবাদিক আনিস আলমগিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসে স্বর্ণপদক পেলেন ইউরোলজি বিশেষজ্ঞ রোকসানা আফরোজ ভোটের পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের চিঠি ইসির হাদি গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  সচিবালয়ে দায়িত্ব নেওয়ার প্রথম দিন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং এটি নির্বাচনে জনগণকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যতয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেয়া হয়নি। তিনি বলেন, অবাধ তথ্য বস্তুনিষ্ট হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খন্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরো খারাপ হতো।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরো খারাপ হতো। তিনি বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

গণমাধ্যমকে গণতন্ত্রের চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবাধ তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়, এবং সরকার জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমেই এই ধরণের কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর