শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন দিনাজপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার ২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধঃ ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ময়মনসিংহে হিন্দু যুবক হত্যার ঘটনায় আরও ৩ জনসহ গ্রেপ্তার ১০ এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মরদেহ পৌঁছেছে, জানাজা কাল

গণতন্ত্র এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই: কানাডার হাইকমিশনার অজিত সিং

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

২০২৬ এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চতকরণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নানা প্রতিবন্ধকতা থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। 

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় কানাডা ক্লাবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেন হাইকমিশনার।

হাইকমিশনার বলেন, গণতন্ত্র এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে অবাধ ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য।

গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সমৃদ্ধির জন্য অপরিহার্য। সমাজকে উন্মুক্ত, সচেতন এবং জবাবদিহিতামূলক রাখার জন্য সাংবাদিকতা অপরিহার্য। কানাডা মুক্ত, নিরাপদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে। সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করে এবং জনসাধারণের জবাবদিহিতা রক্ষা করে।

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকরা ভোটারদের স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সক্ষম হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

অনুষ্ঠানে জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্স আনজা কেরেস্টেন ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) প্রেসিডেন্ট জিল্লুর রহমান বক্তব্য দেন।

উল্লেখ্য, দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারিত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। এমএসএফ এর সদস্য রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও রয়েছে।

সংগঠনটি সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা নিয়েও কাজ করে। আলোচনা, কূটনৈতিক তৎপরতা, আইনি কাঠামোর সংস্কারে উৎসাহ দেওয়ার মাধ্যমে কাজ করে এমএফসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর