শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

জামায়াত নেতা শাহজাহানের বক্তব্যের প্রতিবাদ জানালো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত।

বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে যুক্ত নন; বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন, সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল কাজ।

সংগঠনটি অভিযোগ করে, সাম্প্রতিক সময় রাজনৈতিক বক্তৃতা, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোতে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক মন্তব্য করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রামে এক জনসভায় শাহজাহান চৌধুরীর দেওয়া ‘প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার’ বক্তব্য তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় অ্যাসোসিয়েশন।

তারা আরও জানায়, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের আস্থা অর্জনে নির্বাচন প্রক্রিয়াকে নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ২২ নভেম্বর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের অধীনে নিতে হবে এবং তাদের নির্দেশে গ্রেপ্তার-মামলা করতে হবে। বিতর্কিত এ বক্তব্যের জেরে ২৫ নভেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জামায়াতে ইসলামী, যার জবাব সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর