ফরিদপুরের ভাঙ্গায় বেশ কয়েকটি হাতবোমা ও ককটেলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় নাশকতার জন্য এসব হাত বোমা ও ককটেল তৈরি করছিলো তিন যুবক। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ককটেল, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।